বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে চিত্রের খবর পেয়েছে এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারা আমি এই অন্তবতী কালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করছে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ বলেন কারণ এই অন্তবর্তীকালীন সরকারের উচিত ছিল শুরুতে এসেই যারা আহত হয়েছে আর যারা শহীদ হয়েছে তাদের জন্য আমাদের যেটাকে আমরা বলি ওয়ান্স স্পট যে সমাধান নিশ্চিত করা কিন্তু আমরা সেই জায়গাতে দেখেছি আজকের এই দিনে দাড়িয়ে আমরা পূর্ণাঙ্গ আহতদের কোন লিস্ট পাইনি পূর্ণ যারা শহিদ হয়েছেন তাদের লিস্ট পায়নি আমরা ছাত্রদের জায়গায় থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি একটা বিষয় মনে করে দিতে চাই আমাদের কিন্তু কোন অথরিটি নেই এই যে আপনারা যে যে দেখছেন ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা বা আমরা বিভিন্ন হসপিটালে ছুটে যাচ্ছি বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি কাজ এটি হচ্ছে পুরাটাই সেচ্ছাসেবী মূলক কাজ এখানে আমাদের কোন ধরনের পলিটিক্যাল অথরিটি নাই আইন কোন কার্যলিপি নেই আমরা আমাদের যায়গা থেকে পদক্ষেপ নিচ্ছি৷ এই অন্তবর্তিকলীন সরকার গঠিত হওয়ার পর আমরা কোন ভিসিবল কোন পদক্ষেপ দেখিনি যে কারণে আমরা আমরা প্রথম আন্তরিক কারনে প্রথম ব্যর্থতা হিসেবে দাবি করছি
তিনি আরো্ও জনান একটি বিষয় সম্পর্কে বলতে চাই সেটি হচ্ছে আমাদের এই সমন্বয়ক বা সহ সমন্বয়ক এই যে বিভিন্ন জায়গায় আমরা সারাদিন যারা অক্লান্ত পরিশ্রম করছেন আপনার যদি দেখেন সমন্বয়ক বা সহ সমন্বয়ক নাম নিয়ে বিশেষ কোনো সুযোগ-সুবিধা চাচ্ছে আপনাদের সাথে বিশেষ কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে বা সরকারের প্রশাসনে গিয়ে কোন বিশেষ কোনো সুযোগ সুবিধা চাচ্ছে আপনারা তাদেরকে আইনের আওতায় সাশন করুন।
সব শেষে মাধ্যমকর্মি উদ্দেশে সরকারকে কাছে একটাই দাবি আহত পরিবারের পাশে দাঁড়ানোর কারণ আমরা দেখেছি উপার্জন করা ব্যাক্তি উনি আহত হয়ে পড়ে আছেন সুতরাং বড় বড় কথা শুনতে বা দেখতে চাই না আমরা দেখতে চাই । আপনারা যারা গন মাধ্যম কর্মী আছেন তাদেরকে বলতে চাই ২৪ ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন সে বিষয়ে আমাদেরকে জানান এবং জনগণের প্রশ্ন তাদেরকেকরে জবাবদিহীতা আ্ওতায় আনুন