‘বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে বৈষম্য করে’— সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স–এ প্রকাশিত এমন একটি পোস্টকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে সিএ প্রেস উইং ফ্যাক্টস।
প্রেস উইংয়ের পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না। এক্স পোস্টে উল্লিখিত এ সংক্রান্ত তথ্য সম্পূর্ণ বানোয়াট। এ ছাড়া স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা।’
টাইমস অ্যালজেবরা নামের একটি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া এক্সে বাংলাদেশ নিয়ে গতকাল বুধবার একটি পোস্ট করা হয়। ওই পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ সরকার দেশটির সরকারি চাকরিতে হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে।’ বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তাই পুলিশ ও অন্যান্য সরকারি চাকরিতে মুসলিমরা অগ্রাধিকার পাবে।’
পোস্টে আরও বলা হয়, ‘পাস করা নতুন সরকারি আদেশ পুলিশ বিভাগে, কনস্টেবল থেকে উচ্চপদে হিন্দুদের নিয়োগ সীমিত করা হয়েছে। এসব পদের জন্য দেড় হাজারের বেশি হিন্দু প্রার্থীর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।’
এ ছাড়া টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের বরাত দিয়ে ১০০ হিন্দু কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলেও ওই পোস্টে উল্লেখ করে টাইমস অ্যালজেবরা।