ইউরো মাতিয়েছেন ১৭ বছরের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। চ্যাম্পিয়ন হয়েছে তার দল। ইউরো জুড়ে লামিনের সঙ্গে দেখা গেছে তার মডেল প্রেমিকা অ্যালেক্স পাদিল্লাকে। লামিনের সঙ্গে শিরোপা উৎসবেও অংশ নেন তিনি।
ওই ইউরো চ্যাম্পিয়নশিপের রেশ কাটতে না কাটতে লামিনের প্রেম ভেঙে যাওয়ার গুঞ্জন। প্রেমিকা তার সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ। যে কারণে প্রেমিকাকে আনফলো করেছেন বার্সেলোনায় খেলা স্প্যানিশ তারকা।
সম্প্রতি তার প্রেমিকা পাদিল্লার একটি টিকটক ভিডিও ভাইরাল হয়। লাইভে দেখা যায় পাদিল্লা অন্য ছেলের কোলে বসে আছেন। এরপরই তাকে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন তিনি।
যখন ওই ভিডিও ধারণ করা হচ্ছিল তখন লামিনের প্রেমিকা অন্য সঙ্গীকে বলেন, ‘কী করছো তুমি, পাগল নাকি; আমাকে ধ্বংস করবে নাকি?’ ওই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রেমিকাকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন ইয়ামাল।