প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। গতকাল কাঠমাণ্ডুতে ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারায় লাল-সবুজের দল। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনে সিক্ত হন দক্ষিণ এশিয়ার নতুন চ্যাম্পিয়ন সাবিনা খাতুন-সানজিদা আক্তাররা।
ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য কম্বোডিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। সেখান থেকে সাবিনাদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। অভিনন্দন বার্তায় জামাল লিখেছেন, ‘চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাফ ফুটবলে নেপালকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দল ইতিহাস গড়েছে। আমাদের মেয়েদের অভিনন্দন।’
জাতীয় দলের জার্সি গায়ে শিরোপার গৌরব আছে জাহানারা আলমের। ২০১৮ সালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জেতে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সাবিনাদের কৃতিত্বে উচ্ছ্বসিত টাইগ্রেস পেসার জাহানারা আলম অভিনন্দন বার্তায় লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট পরার জন্য হৃদয় নিংড়ানো অভিনন্দন আমাদের বোনদের।
তোমাদের জন্য গর্বিত।’
সাবিনা-কৃষ্ণা-শামসুন্নাহারদের অভিনন্দন জানিয়েছেন মুশফিক-লিটনরাও । পুরো দলকেই অভিনন্দন জানিয়ে মুশফিকুর রহীম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট মাথায় তোলার জন্য আমাদের প্রিয় বোনদের অভিনন্দন। সত্যিই তোমাদের নিয়ে গর্বিত। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কুর্নিশ।’
শীর্ষ ব্যাটার লিটন কুমার দাস লিখেছেন, ‘আমাদের গর্বিত করার জন্য মেয়েদের অভিনন্দন। চ্যাম্পিয়ন!’
অভিনন্দন জানিয়েছেন অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। লিখেছেন, ‘নেপালকে হারিয়ে সাফ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। আমাদের মেয়েদের অভিনন্দন।’ অপর ক্রিকেটার সৌম্য সরকারের ফেসবুক পোস্ট, ‘সাফের নতুন চ্যাম্পিয়নরা হাজির। আমাদের বাংলাদেশ! অভিনন্দন মেয়েরা!’
পিএসএন/এমঅাই


