বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টের খেলা শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। মেলবোর্নে এই ম্যাচে ভারতের দলে থাকছেন না রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেন টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি এই স্পিনার। অশ্বিন না থাকায় দলে নতুন একজনকে নিয়েছে বিসিসিআই।
অশ্বিনের বিকল্প হিসেবে ভারতের দলে জায়গা পেয়েছেন তানুশ কোটিয়ান। বর্তমানে জয় হজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলছেন কোটিয়ান। বোর্ডার-গাভাস্কার সিরিজের আগে ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফর করেছেন তিনি। মেলবোর্নে টেস্টের আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানানো হয়েছে।
ভারতের দলে ডাক পাওয়া কোটিয়ান প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৩৩টি। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি নিয়েছেন ১০১ উইকেট। এছাড়া ব্যাট হাতে ১ হাজার ৫২৫ রান করেছেন তিনি। তার নামের পাশে ২ সেঞ্চুরির সঙ্গে ১৩ ফিফটিও আছে।
রঞ্জি ট্রফির গত মৌসুমে কোটিয়ান ব্যাট হাতে করেছেন ৪১.৮৩ গড়ে ৫০২ রান। আর বল হাতে নিয়েছেন ২৯ উইকেট। রঞ্জি ট্রফির ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৫০০ রান ও ২৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন কোটিয়ান।
রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋশাভ পান্ত, সরফরাজ খান, ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রাসিধ কৃষ্ণা, হারশিত রানা, নিতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, দেবদূত পাডিক্কাল এবং তনুশ কোটিয়ান।