গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল গাস অ্যাটকিনসনের। লর্ডসে অভিষেক টেস্টে ১২ উইকেট নিয়ে আলো কেড়েছিলেন ডানহাতি পেসার। মাস দেড়েক পর সেই লর্ডসেই ব্যাট হাতে জ্বলে উঠলেন। ক্যারিয়ারের পঞ্চম টেস্টে আট নম্বরে নেমে সেঞ্চুরি করেছেন ২৬ বর্ষী ইংল্যান্ড তারকা।
ক্রিকেটীয় জীবনে অ্যাটকিনসনের এটাই প্রথম সেঞ্চুরি। এর আগে ঘরোয়া ক্রিকেটেও কখনো সেঞ্চুরি করতে পারেননি তিনি। প্রথমশ্রেণির ক্রিকেটে অ্যাটকিনসনের ব্যাটে সর্বোচ্চ রান ছিল ৯১।
প্রথম দিন জো রুটের রেকর্ড সেঞ্চুরিতে দিন শেষে ইংল্যান্ড থেমেছিলো ৭ উইকেটে ৩৫৮ রানে। ১৪৩ রান করে আউট হয়ে গিয়েছিলেন জো রুট। ৭৪ রান নিয়ে ব্যাট করছিলেন পেসার হিসেবে দলে সুযোগ পাওয়া গাস অ্যাটকিনসন। দ্বিতীয় দিন নেমে যা পূর্ণ করেছেন সেঞ্চুরিতে। ১০৩ বলে তার সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ছিল ১১ চার ও ৪ ছক্কার মার। ৪২৭ রানে গুটিয়ে যায় স্বাগতিক ইনিংস।
লঙ্কানদের হয়ে আসিথা ফের্নান্দো ৫ উইকেট নেন। দুটি করে উইকেট নেন মিলান রত্নায়েক ও লাহিরু কুমারা। জবাব দিতে নেমে ৮৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা।