ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় পৌঁছে গেছে বাংলাদেশ টেস্ট দল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের উপব্যবস্থাপক শাহরিয়ার নাফীস গতকাল জানান, দীর্ঘ ভ্রমণ শেষে নিরাপদে ম্যাচ ভেন্যুতে গেছেন মেহেদী হাসান মিরাজরা।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষ করে টেস্ট দলের ক্রিকেটাররা দুবাই ছিলেন। মুমিনুল হকরা ঢাকা থেকে সেখানে মিরাজদের সঙ্গে যোগ দেন ১১ নভেম্বর। তারা এক দিন পরই গিয়ে পৌঁছান অ্যান্টিগা।
১৪ ক্রিকেটার আগে গেলেও নাজমুল হোসেন শান্তর বিকল্প সাহাদাত হোসেন দিপু গতকাল উইন্ডিজের উদ্দেশে রওনা হন। ১৫ নভেম্বর থেকে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ নভেম্বর অ্যান্টিগার নর্থ সাউন্ড গ্রাউন্ডে।