ফোন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কার কার কাছে থাকে? অন্তত অ্যাপল মনে করে এটি শুধু ব্যবহারকারীর নিজের কাছেই থাকা উচিত। ফলে এ টেক জায়ান্ট সাম্প্রতিক বছরগুলোয় এমন বিভিন্ন ফিচার এনেছে যা ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে রাখতে সাহায্য করে।
‘অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি’ ফিচারের মাধ্যমে অ্যাপল ব্যবহারকারীরা অ্যাপগুলো নিজেদের কার্যক্রম ট্র্যাক করার বা না করার অনুমতি দিতে পারেন। অনুমতি না দিতে চাইলে অ্যাপল অ্যাপটিকে ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করতে বাধা দেবে। এসব তথ্যের মাধ্যমে সাধারণত নির্দিষ্টভাবে ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন তৈরি করে বিভিন্ন কোম্পানি।
আইফোনে কীভাবে অ্যাপ ট্র্যাকিং বন্ধ করবেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
নতুন অ্যাপের বেলায়
নতুন অ্যাপ ডাউনলোড করে চালু করলে একটি পপ-আপ নোটিফিকেশন আসবে, যেখানে জানতে চাওয়া হবে ব্যবহারকারী অ্যাপটিকে নিজের তথ্য জানতে চাইতে দিতে চান কিনা। অ্যাপটি কী কী তথ্য ট্র্যাক করবে সে বিষয়েও তথ্য থাকবে।
‘আস্ক অ্যাপ নট টু ট্র্যাক’ এবং ‘অ্যালাও’ দুই অপশনের মধ্যে প্রথমটি বেছে নিলে অপশনটি বেছে নিলে অ্যাপটি আর কোনো তথ্য ট্র্যাক করবে না।
এ ছাড়া, এখন থেকে ডাউনলোড করা সব নতুন অ্যাপের জন্য এ সেটিং চালু করারও সুযোগ রয়েছে। এটি করতে প্রথমে সেটিংস অ্যাপে যান এরপর ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনটি বেছে নিন। সেখান থেকে ‘ট্র্যাকিং’ লেখা অপশনে যান। ‘অ্যালাও অ্যাপস টু রিকোয়েস্ট টু ট্র্যাক’ অপশনের পাশে টগলটি বন্ধ করে দিন।
কিন্তু মনে রাখতে হবে, এটি বন্ধ করার অর্থ এই নয় যে ফোনে কোনো বিজ্ঞাপন আসবে না। এর অর্থ হল এখন থেকে নির্দিষ্ট বা জেনেরিক বিজ্ঞাপন আসার সম্ভাবনা কমে যাবে। অর্থাৎ কেউ গুগলে ফোন সার্চ করলেই সারাক্ষণ আর ফোনের বিজ্ঞাপন সামনে আসবে না বলে প্রতিবেদনে লিখেছে সিনেট।
আগে থেকে ডাউনলোড করা অ্যাপের বেলায়
অ্যাপ ধরে ধরেও ট্র্যাকিং ফিচার বন্ধ করতে পারেন। এটি করতে প্রথমে সেটিংস অ্যাপে যান এরপর ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনটি বেছে নিন। সেখান থেকে ‘ট্র্যাকিং’ অপশনে যান।
এ পর্যায়ের বিভিন্ন অ্যাপের একটি তালিকা দেখবেন যেটি ট্র্যাক করার অনুমতি পেয়েছে। অ্যাপের পাশের টগল বন্ধ করার মাধ্যমে অ্যাপের ট্র্যাকিং ফিচার বন্ধ করতে পারেন।
গুরুত্বপূর্ণ সতর্কতা, অ্যাপল বিশেষভাবে বিজ্ঞাপনদাতাদের জন্য একটি শনাক্তকরণ কোড তৈরি করে যাকে বলে আইডিএফএ। কোনো অ্যাপকে ট্র্যাক করতে না দেওয়ার অর্থ হল, এই আইডিএফএ অ্যাপ নির্মাতারা দেখতে পাবেন না। তবে, এর মানে এই না যে অন্যান্য কোনো উপায় ব্যবহার করে তারা ব্যবহারকারীকে ট্র্যাক করবে না। ফলে, কী ধরনের অ্যাপ ব্যবহার করছেন সে বিষয়ে বাড়তি সতর্ক থাকা ভালো।