আইপিএল নিলামে দল পাননি ডেভিড ওয়ার্নার। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। তার মতো দল পাননি ভারতের হয়ে টেস্ট খেলা দেবদূত পাডিক্কাল।
আইপিএলের মেগা নিলামে বাজিমাত করেছেন ঋষভ পান্ত। গত মৌসুমে দিল্লিতে খেলা তারকাকে এবার লক্ষ্ণৌ সুপার জায়ান্ট আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৭ কোটি রুপি দিয়ে কিনেছে।
পাঞ্জাব সুপার কিংস ২৬ কোটি ৭৫ লাখ রুপি খরচ করেছে শ্রেয়াস আইয়ারকে দলে পেতে। এছাড়া বাঁ-হাতি পেসার আর্শদ্বীপ সিংকে ১৮ কোটিতে কিনেছে পাঞ্জাব। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকেও একই দামে দলে নিয়েছে দলটি।
নিলামে জস বাটলার, কেএল রাহুলদের নিয়েও লড়াই হওয়ার কথা ছিল। হয়েছেও। তবে পান্ত, আইয়ারদের মতো দাম পাননি তারা। ২ কোটি ভিত্তি মূল্যের বাটলারকে ১৫ কোটি ৭৫ লাখে দলে নিয়েছে গুজরাট টাইটান্স। ১৪ কোটিতে রাহুলকে পেয়ে গেছে দিল্লি ক্যাপিটালস।