সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে আইপিএলের মেগা নিলাম। ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ার, জস বাটলার, মিশেল স্টার্করা নিলামে বাজিমাত করতে পারেন। দলগুলো সর্বোচ্চ ৬ জন করে ক্রিকেটার ধরে রেখেছে। কোন ফ্র্যাঞ্চাইজি কত রুপিতে কোন খেলোয়াড়কে ধরে রেখেছে, দেখি নিন এক নজরে।
চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিভাম দুবে (১২ কোটি), এমএস ধোনি (৪ কোটি)।
মুম্বাই ইন্ডিয়ান্স: জাসপ্রিত বুমরাহ (১৮ কোটি), সূর্যকুমার যাদব (১৬ কোটি ৩৫ লাখ), হার্ডিক পান্ডিয়া (১৬ কোটি ৩৫ লাখ), রোহিত শর্মা (১৬ কোটি ৩০ লাখ), তিলক ভার্মা (৮ কোটি)।
কলকাতা নাইট রাইডার্স: রিংকু সিং (১৩ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), হার্শিট রানা (৪ কোটি), রমনদ্বীপ সিং (৪ কোটি)।
সানরাইজার্স হায়দরাবাদ: হেনরিক ক্লাসেন (২৩ কোটি), প্যাট কামিন্স (১৮ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), নিতিশ রেড্ডি (৬ কোটি)।
রাজস্থান রয়েলস: জশস্বী জয়সোয়াল (১৮ কোটি), সানজু স্যামসন (১৮ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), রায়ান পরাগ (১৪ কোটি), সিমরন হেটমায়ার (১১ কোটি), স্বন্দীপ শর্মা (৪ কোটি)।
গুজরাট টাইটান্স: রশিদ খান (১৪ কোটি), শুভমন গিল (১৬.৫ কোটি), সাই সুদর্শন (৮.৫ কোটি), রাহুল তেওটিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি)।
লখনৌ সুপার জায়ান্ট: নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণয় (১১ কোটি), মায়াঙ্গ যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি), আয়ূশ বাদানি (৪ কোটি)।
পাঞ্জাব কিংস: শশাঙ্ক সিং (৪ কোটি), প্রবাসিমরান সিং (৪ কোটি)।
দিল্লি ক্যাপিটালস: অক্ষর প্যাটেল (১৬.৫ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), ত্রিস্তান স্টাবস (১০ কোটি), অভিষেক পোরেল (৪ কোটি)।