আইসিসির হল অব ফেমে সর্বশেষ সংযোজন তিন ক্রিকেটার ইংল্যান্ডের অ্যালিস্টার কুক, ভারতের নিতু ডেভিড এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেটে বিশাল অবদানের জন্য এমন সম্মাননা পেলেন তিন ক্রিকেটার। হল অব ফেমের ১১৩, ১১৪ এবং ১১৫তম সদস্য হলেন এই তিন ক্রিকেটার। বুধবার ১৬ অক্টোবর নিজেদের ওয়েবসাইটে এই তিনজনকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে আইসিসি।
৩৯ বছর বয়সী অ্যালিস্টার কুক ২০০৬ থেকে ২০১৮ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২৫৭ ম্যাচ খেলেছেন, করেছেন ১৫৭৩৭ রান। অন্যদিকে আধুনিক ক্রিকেটের সবচেয়ে উদ্ভাবনী ও বিধ্বংসী ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার আগে দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকা একাদশের হয়ে ৪২০ ম্যাচ খেলেছেন, করেছেন ২০০১৪ রান।
গত বছর প্রথম ভারতীয় নারী ক্রিকেটার হিসেবে আইসিসির হল অব ফেমে জায়গা করে নিয়েছিলেন ডায়ানা এদুলজি। তার পথ ধরে এবার এই সম্মানজনক স্বীকৃতি পেলেন ৪৭ বছর বয়সী নীতু ডেভিড।ভারতের সাবেক স্পিনার নীতু দেশের হয়ে ১৯৯৫ থেকে ২০০৮ সালের মধ্যে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ১০৭ ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি (১৪১)। দেশটির প্রথম নারী খেলোয়াড় হিসেবে তিনি এই সংস্করণে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।