আগামীকাল ১৯মার্চ (বুধবার) খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাংবাদিকদের জন্য টিসিবির নির্ধারিত মূল্যে বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণ করা হবে। খুলনা প্রেসক্লাবের সকল সদস্য ও কর্মরর্ত সাংবাদিকদের মাঝে এই পণ্য বিতরণ করা হবে।
একজন সাংবাদিক মোট (৫৮৮ টাকা + ৫৮৮) =১১৬৭ টাকায় সর্বোচ্চ ২টি পাকেজ নিতে পারবেন। তবে কোনো সাংবাদিক ১টি প্যাকেজ নিতে চাইলে নিতে পারবেন। প্যাকেজে থাকছে ঃ ১কেজি চিনি=৭০/-, ২কেজি ডাল=১২০/-, ২লিটার তেল=২০০/-,২কেজি ছোলা=১২০/- এবং ৫০০ গ্রাম খেজুর=৭৮/-
বি: দ্র: পণ্য বিতরণ কার্যক্রম সুষ্টুভাবে সম্পাদনের জন্য ওই দিন খুলনা প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে আগ্রহী সাংবাদিকদের নাম এন্ট্রি করে ট্রাকে নির্ধারিত টাকা জমা দিয়ে পণ্য সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে।