আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ভোট করতে নতুন প্রকল্প অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইভিএম সংক্রান্ত এ প্রকল্প দ্রুত পরিকল্পনা কমিশনে পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি এ তথ্য দেন।
কর্মকর্তারা জানান, এ প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮৭১১ কোটি টাকা। প্রকল্পে ২ লাখ ইভিএম কেনার প্রস্তাব করা হয়েছে। এছাড়া অন্যান্য ব্যয় ধরা হয়েছে।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আমরা এটির চূড়ান্ত অনুমোদনের জন্য দ্রুত পরিকল্পনা কমিশনে পাঠাবো। এরপর একনেকে অনুমোদনের অপেক্ষায় থাকবে।
