আজারবাইজানে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ–২৯ আয়োজনের বিরোধিতা করে গত সোমবার জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে প্রতিবাদ মিছিল করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।
২১ বছর বয়সী গ্রেটা থুনবার্গ এবং মিছিলে অংশ নেওয়া অন্যান্য পরিবেশকর্মীরা মনে করেন, নিপীড়ন ও দমন নীতির কারণে জলবায়ু সম্মেলনের আয়োজক হওয়ার যোগ্য নয় আজারবাইজান।
বিশ্বের অন্যতম জ্বালানি তেল উত্তোলনকারী দেশ আজারবাইজানের রাজধানী বাকুতে গত সোমবার শুরু হয়েছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন।
থুনবার্গের অভিযোগ, আজারবাইজান একটি নিপীড়ক ও দখলদার রাষ্ট্র। দেশটি জাতিগত নির্মূল অভিযান চালিয়েছে এবং এখনও নাগরিক সমাজের ওপর ক্রমাগত দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। দেশটি নিজেদের অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ধামাচাপা দেওয়ার সুযোগ হিসেবে জলবায়ু সম্মেলন আয়োজনকে ব্যবহার করছে।
প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ২০০৩ সাল থেকে আজারবাইজানে ক্ষমতায় আছেন। এর আগে এক দশক তার বাবা হায়দার আলিয়েভ আজারবাইজানের প্রেসিডেন্ট ছিলেন। বাবার মৃত্যুর পর ক্ষমতায় বসেন ইলহাম। তার বিরুদ্ধে ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা ও বাকস্বাধীনতার প্রতি দমনপীড়নের অভিযোগ রয়েছে।