খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন বলেছেন, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে সবকিছুতে সফলতা পাওয়া সম্ভব। তিনি রবিবার খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ সম্মেলনকক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ বদিউজ্জামান অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি বলেন, বর্তমান যুগে সফল হতে হলে তথ্য প্রযুক্তিগত জ্ঞানার্জনের পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। মনিষীদের জীবনী পড়ার আহŸান জানিয়ে তিনি বলেন, সর্বদাই ক্লাশে ভালো রেজাল্ট করা অথবা সর্বোচ্চ জিপিএ পাওয়া একজন প্রোডাক্টিভ মানুষ হওয়ার নিশ্চয়তা দেয় না। এজন্য বড় মানুষদের, সফল মানুষদের জীবনী অনুসরন করতে হবে। শিক্ষকরা এক একজন চেঞ্জ মেকার উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, আপনারা যা কিছু শিক্ষা দেবেন সেই শিক্ষার ওপর ভিত্তি করে দাড়িয়ে যাবে আগামী প্রজন্ম। সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এই অনুষ্ঠানের আয়োজন করে।