ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির ঘুষকাণ্ডে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে অভিনব প্রতিবাদ জানিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের দলগুলো। বৃহস্পতিবার অধিকাংশ ‘ইন্ডিয়া’ সদস্য শীতকালীন জ্যাকেটের পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শিল্পপতি গৌতম আদানির ছবি সেঁটে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান। এ সময় তারা আদানি ঘুষকাণ্ডে যৌথ সংসদীয় কমিটির তদন্ত দাবি করেন। এই জোটের অংশ হয়েও ভারতের পার্লামেন্টের প্রবেশদ্বারে অনুষ্ঠিত ওই প্রতিবাদে অংশ নেয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গত মঙ্গলবারের মতো বুধবারও পার্লামেন্টের মূল প্রবেশপথ মকরদ্বারের সামনে আদানি ঘুষকাণ্ডে যৌথ সংসদীয় কমিটির তদন্ত চেয়ে কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদ জানিয়েছে ‘ইন্ডিয়া’ মঞ্চ।
এ সময় ‘মোদি ও আদানি একই সত্তা’ বলেও স্লোগান দেন তারা। সেই বিক্ষোভে শামিল হন বিরোধী নেতা রাহুল গান্ধী, ওয়েনাডের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী সদস্যরা। প্রিয়াঙ্কার নেতৃত্বে বিরোধীরা তালে তালে ‘জেপিসি, জেপিসি’ স্লোগান দেন। বিরোধী নেতারা ওই জ্যাকেট পরে অধিবেশন কক্ষেও যান। লোকসভার স্পিকার পরে নির্দেশ দেন, রাজনৈতিক স্লোগান লেখা জামাকাপড় পরে সভায় আসা যাবে না।
মূলত পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের শুরু থেকেই আদানি নিয়ে সংসদ অচলের বিরোধিতা করেছে তৃণমূল। মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকেও হাজির থাকছে না তারা। কক্ষ সমন্বয়ে এসপিকেও সময়ে সময়ে পাশে পাচ্ছে দলটি। আর তাই ‘ইন্ডিয়া’র মধ্যে বিভাজনের এই সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেবেন্দ্র ফডনবিশ
ভারতের মহারাষ্ট্রে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের আজাদ ময়দানে ৫০ হাজার মানুষের উপস্থিতিতে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন। ফডনবিশ এই নিয়ে তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। সব জল্পনা ঘুচিয়ে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে ও এনসিপি নেতা অজিত পাওয়ার। শিন্ডে ছিলেন বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী। খবর এনডিটিভির