আফগানিস্তানে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেটকে নিষিদ্ধ করেছে ক্ষমতাসীন তালেবান। তালেবান প্রশাসন জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর অভিযোগ আনে। বার্তা সংস্থা এএফপি বিষয়টি নিশ্চিত করেছে।
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে পাকিস্তান ১৫৮/৪রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে পাকিস্তান ১৫৮/৪
আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর দেশটির মানবাধিকার পরিস্থিতির ওপর নজর রাখার জন্য ২০২২ সালে জাতিসংঘ মানবাধিকার পরিষদে নিয়োগ করা হয় রিচার্ড বেনেটকে।
বেনেট আফগানিস্তানে নারী ও মেয়েদের বিরুদ্ধে তালেবান যা করছে তাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করেন। তিনি মানবাধিকার পরিস্থিতি নিয়ে গবেষণার জন্য দেশটিতে বার বার সফর করেছেন।
এ বিষয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদ তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি।