ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল শনিবার বিমান হামলায় শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এ ছাড়া খান ইউনিসে নিহত হয়েছেন ২৩ ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ৪ জায়গায় গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৪১ জন নিহত এবং ১০৩ জন আহত হয়েছেন। এ নিয়ে দখলদার দেশটির নির্বিচার হামলায় অন্তত ৩৯ হাজার ২৫৮ জন নিহত এবং ৯০ হাজার ৫৮৯ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার
এর বাইরে কেন্দ্রীয় গাজার দেইর এল-বালাহে আহত ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া খাদিজা স্কুলে গতকাল শনিবার ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ছাড়া খান ইউনিসে নিহত হয়েছেন ২৩ ফিলিস্তিনি।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ওই স্কুলে হামলায় নিহতদের মধ্যে ১৫ জন শিশু ও আটজন নারী রয়েছেন এবং আরও ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা বলেছে, শত শত ফিলিস্তিনি খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলের তীব্র হামলার মধ্যে আটকা পড়েছেন। সেখানে উদ্ধারকারী দলকেও ঢুকতে দেয়নি ইসরায়েলি বাহিনী।
এবার খান ইউনিসের দক্ষিণাংশের এলাকাগুলো থেকে ফিলিস্তিনিদের সাময়িকভাবে সরে আল মাওয়াসি মানবিক এলাকায় যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। শনিবার এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, বেসামরিক ফিলিস্তিনিরা সরে গেলে সেখানে ‘জোরালো অভিযান’ চালাতে পারবে তারা।
গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।