৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার একদিন পর আবারও কেঁপে উঠেছে তাইওয়ান। সোমবার দ্বীপটিতে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে ২ কিমি (১.২৪ মাইল) নিচে ছিল।
এর আগে রোববার ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। ওই ভূমিকম্পে ট্রেন লাইনচ্যুত হয়। একাধিক ভবন ধসে পড়ে।
তাইওয়ানের পাহাড়ি ওই অঞ্চলে জনবসতি অপেক্ষাকৃত কম। ভূমিকম্প শুরু হলে শত শত মানুষ নিজ নিজ ভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
তাইওয়ানের আবহাওয়া ব্যুরো জানায়, তাইটাং কাউন্টি ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। যেখানে আগের দিন সন্ধ্যায় ৬ দশমিক ৪ মাত্রার আরো একটি ভূমিকম্প হয়।
ভূমিকম্পের পরপরই ইউ এস প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে তাইওয়ানের জন্য সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছিল। যা পরে নামিয়ে নেয়া হয়।
