দীর্ঘ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ ড্র করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ১০১ রানের দারুণ জয় পায় দল। সিরিজে অসাধারণ পারফর্ম করেছেন জাকের আলী অনিক। ৪ ইনিংসে ১৭৬ রান করে হন সর্বোচ্চ রান সংগ্রাহক।
জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জাকের তার প্রয়াত বাবাকে স্মরণ করে লেখেন, তখন আমার বয়স ১১। ২০০৯ সালের সেই সিরিজ এর একটা ম্যাচও আমি মিস করি নাই, সারারাত জেগে বাংলাদেশ এর খেলা দেখতাম। আব্বা ভোর রাতে উঠে দেখে আমি খেলা দেখছি। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো, কিন্তু কোনো বকা দিল না। ১৫ বছর পর একই সিরিজে আমি বাংলাদেশ এর হয়ে খেলছি। আব্বা বেঁচে থাকলে হয়তো রাত জেগে খেলা দেখতো। যাই হোক, এটা তোমার জন্য, আব্বা।
অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন জাকের। টেস্টে অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আর টি-টোয়েন্টি ও ওয়ানডেতে যথাক্রমে মালয়েশিয়া ও আফগানিস্তানের বিপক্ষে।