২০২৪-২৫ অর্থবছরের আমন মৌসুমে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে খুলনা বিভাগে ৫১ হাজার নয়শত ৭৩ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সাথে ৭৪ হাজার তিনশত ৩৫ মেট্রিকটন সিদ্ধচাল ও পাঁচ হাজার নয়শত ২৫ মেট্রিকটন আতপচাল সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকছে। প্রতিকেজি ধান ৩৩ টাকা, সিদ্ধচাল ৪৭ টাকা ও আতপচাল ৪৬ টাকা দরে সংগ্রহ করা হবে।
ধান এবং সিদ্ধচাল সংগ্রহের সময়সীমা চলতি বছর ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আতপচাল সংগ্রহের সময় সীমা ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত। সংগ্রহ মৌসুমে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান এবং বৈধ ও সচল চালকল মালিকদের নিকট থেকে চাল সংগ্রহ করা হবে।
আজ (রবিবার) বিকেলে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে তাঁর অফিসকক্ষে অনুষ্ঠিত বিভাগীয় সংগ্রহ ও মনিটরিং কমিটির সভায় এসকল তথ্য জানানো হয়। সভায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।