টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর বাংলাদেশে যাতায়াত অনেক আগে থেকে। ঢালিউডে একসময় ছিলেন নিয়মিত। পেয়েছিলেন জনপ্রিয়তা। গত বছরও এসেছিলেন কাজের সূত্রে। সেসময় চুক্তি বদ্ধ হন ‘তরী’ নামের একটি সিনেমায়। এদিকে গুঞ্জন ছড়িয়েছে ছবিটি থেকে বাদ পড়েছেন ঋতুপর্ণা। তবে বিষয়টি উড়িয়ে দিলেন পরিচালক রাশিদ পলাশ।
ঢাকা মেইলকে তিনি বলেন, ‘কে বলল ঋতুপর্ণা সেনগুপ্তকে বাদ দিয়েছি? ঋতুপর্ণাকে ছাড়াই কাজটি করব এরকম কিছু এখনও আমরা স্থির করিনি। বলেছি, আমরা ঋতুপর্ণাকেই চাই। তাকে নিয়েই কাজ করব কিন্তু যদি নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয় কিংবা পরিস্থিতির কারণে ছবিটি ঝুলে যায় তখন হয়তো আমরা ভিন্ন কিছু ভাবব। সবমিলিয়ে পরিকল্পনায় এখনও ঋতুপর্ণাই আছেন। তবে পরিস্থিতি যদি পক্ষে না আসে তাহলে অন্য কাউকে ভাবতেই হবে।
গত বছর জুলাইয়ে ঋতুপর্ণাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন রাশিদ পলাশ। ‘তরী’ ছবিটি প্রযোজনা করছে পুণ্য ফিল্মস।
ঢালিউডের অসংখ্য ছবিতে কাজ করেছেন ঋতুপর্ণা। মান্না, ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, আমিন খান, রিয়াজের মতো জনপ্রিয় নায়কদের বিপরীতে দেখা গেছে তাকে। গত বছর তিনি কাজ করেন যৌথ প্রযোজনার একটি ছবিতে। ‘স্পর্শ’ নামের এ ছবিতে তিনি জুটি বেঁধেছেন নিরবের সঙ্গে।