শুরুতে বলিউড বাদশাহ শাহরুখের ছেলে পুত্র আরিয়ান খানের সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। পরে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, এমন দাবি অনেকের। টানা দু’বছর সম্পর্কে থাকার পরে আদিত্যের সঙ্গে প্রেম পর্বের ইতি টেনেছেন। সম্পর্কচ্ছেদের পর মনও ভেঙেছিল এ অভিনেত্রীর।
এখন শোনা যাচ্ছে, আবার নতুন করে প্রেমে পড়েছেন এ অভিনেত্রী। যদিও নতুন প্রেমিক ওয়াকার ব্যাঙ্কোকে নিয়ে এখনও মুখ খোলেননি অনন্যা। তবে কেমন প্রেমিক চান, তা নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমে খোলাখুলি কথা বলেছেন এ বলিউড তারকা।
তাঁর কথায়, ‘মানুষ হিসেবে তিনি খুব আবেগপ্রবণ। কথায় কথায় চোখে পানি চলে আসে তাঁর। তাই এমন প্রেমিক চান, যার কাঁধে মাথা রাখা যায়। সমস্যার কথা বললেই তাঁকে সমাধান খুঁজে দিতে হবে না। বরং সমস্যার কথা মন দিয়ে শুনলেই হবে, এটাই শর্ত।’
অনন্যা আরও বলেছেন, ‘আমার সমস্যা সমাধানের প্রয়োজন নেই। আমি চাই, সঙ্গী আমার কথাগুলো মন দিয়ে শুনুক। অনেকে মনে করেন, সমস্যার কথা বলা মানেই সমাধানসূত্র খুঁজে দিতে হবে। কিন্তু আসলে সমস্যার কথা বলে হালকা হতে চাই মাত্র। একটা শক্ত কাঁধে মাথা রাখতে চাই। কারণ আমি জানি, রেগে গেলেই মানুষের আসল রূপ বোঝা যায়। স্বাভাবিক বা শান্ত পরিস্থিতিতে সবাইকেই ভদ্র মনে হয়। আমি এক জায়গায় পড়েছিলাম, ঝগড়া হলে বা মন কষাকষি হলে কে কেমন আচরণ করে, সেটা দেখা উচিত।’
এদিকে মনের মানুষ খুঁজে বেড়ানোর ফাঁকে অভিনয় করে যাচ্ছেন অনন্যা। নেটিজেনদের বিরূপ সমালোচনার জবাব দিতে বাছবিচার করে সিনেমা হাতে নিচ্ছেন এ অভিনেত্রী। তাঁকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ‘কল মি বে’ ওয়েব সিরিজ ও ‘কন্ট্রোল’ সিনেমায়। সূত্র: আনন্দবাজার পত্রিকা।