শাহরিয়ার নাজিম জয় এখন উপস্থাপনায় নিয়মিত। অভিনয়ে আগের মতো সময় দেওয়া হয় না তার। কালেভাদ্রে নাটক বা ওয়েব ফিল্মে দেখা যায় তাকে। এ তারকা পর্দায় নাম লেখানোর আড়াই দশক হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন জয়।
নিজের ফেসবুকে জয় লিখেছেন, ‘অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পার করলাম। নানান উত্থান পতন সাফল্য এবং ব্যর্থতায় যা অর্জিত হয়েছে তা হচ্ছে অভিজ্ঞতা।’
এরপর লেখেন, ‘মাঝে আলোচিত উপস্থাপক হওয়ার কারণে প্রচুর দর্শক পরিচিতির পাশাপাশি পেয়েছি আপনাদের অজস্র অভিমান। যদি শুধু অভিনেতাই হতে পারতাম! তাহলে হয়ত শুধু ভালোবাসাটাই পেতাম।
সবশেষে তিনি লিখেছেন, ‘অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরো মধুর হত। এক জীবনে শত জীবনের বৈচিত্র্য নেওয়ার সুযোগ অভিনয় ছাড়া আর কোন কাজে নেই। আমি এখন জিম্মি। বলেনতো জিম্মি কি?’
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনেতা সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন সহকর্মীরা এড়িয়ে চলেছেন তাকে। এমনকি কাজও হারিয়েছেন তিনি। এখনও এ নিয়ে নেটিজেনরা খোঁচান তাকে।