যুক্তরাষ্ট্র বৈশ্বিক নাগরিকের দেশ হওয়ায় তাদের ক্রিকেট দলও বহুজাতির সংমিশ্রণ। ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার খেলে দেশটির টি২০ দলে। যুক্তরাষ্ট্র এই টি২০ বিশ্বকাপ মাতিয়েছে ‘কথিত’ এই বিশ্ব একাদশ নিয়ে। স্বাগতিক হিসেবে প্রথমবার অংশ নিয়ে উন্নীত হয়েছে সুপার এইটে।
যুক্তরাষ্ট্রের ক্রিকেটের ব্র্যান্ডিং হয়ে গেছে মূলত বিশ্বকাপ দিয়ে। টি২০ বিশ্বকাপে ভালো করার পর দেশটির ক্রিকেটারদের চাহিদা বেড়ে গেছে বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগে। পেসার জহুর খান খেলেছেন আবুধাবি টি১০ লিগে। গ্লোবাল টি২০ টুর্নামেন্টে রংপুর রাইডার্সের হয়ে ব্যাটিং ওপেন করেছেন স্টিভেন টেইলর। হারমিত সিং রংপুরের খেলা শেষ করে যোগ দিয়েছেন নেপালের টি২০ লিগে। যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের বড় বাজার হয়ে উঠেছে বিপিএল। তিনটি ফ্র্যাঞ্চাইজি দেশটির পাঁচজন ক্রিকেটারকে দলে নিয়েছে। রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস দু’জন করে আর সিলেট স্ট্রাইকার্স নিয়েছে একজনকে। বিপিএলের বৈশ্বিক তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে পরিচিতি বাড়িয়ে নেওয়ার দারুণ সুযোগ স্টিভেন টেইলরদের।
বাংলাদেশের বর্তমান বাস্তবতায় বিদেশি তারকা ক্রিকেটার পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও ফ্র্যাঞ্চাইজিদের চেষ্টায় তা অনেকটাই দূর হয়ে গেছে। সরাসরি সাইনিংয়ে জেমস ফুলার, ডেভিড মালান, কাইল মায়ার্স, নান্দ্রে বার্গার, মোহাম্মদ নবির মতো ক্রিকেটার নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্সেও আছে আন্তর্জাতিক তারকা ক্রিকেটার। অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফরদের এখন কে না চেনে।
আফগানিস্তানের ক্রিকেটার গজনফর হলেন আইপিএলের ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সে খেলা এ স্পিনার বাংলাদেশকে ওয়ানডে ম্যাচ হারিয়েছেন ছয় উইকেট নিয়ে। ইংলিশ পেসার রিচ টপলি বরিশালে খেলেছেন দশম আসরে। উসমান খাজা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মইন আলি ও ওয়াসিম জুনিয়র বিপিএলের পরিচিত মুখ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড বা পাকিস্তানের বড় নাম খুব বেশি না থাকলেও মাঝারি মানের বিদেশি দিয়েও বিপিএল মাতানো সম্ভব। উদীয়মান বা ছোট দেশের বড় তারকারা সুযোগ কাজে লাগাতে পারলে বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগে নজর কাড়তে পারবেন।
বিপিএল ৩০ ডিসেম্বর শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ সময়ে বিশ্বে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগের খেলা থাকবে। ১১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি হবে ইন্টারন্যাশনাল টি২০ লিগ। ৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি বিপিএলের সঙ্গে পাল্লা দেবে এসএ টি২০ লিগ। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের খেলা চলছে। ফলে এত বৈশ্বিক টি২০ টুর্নামেন্টের সঙ্গে পাল্লা দিয়ে বিদেশি ক্রিকেটার দলে নেওয়া চ্যালেঞ্জিং।
এক্ষেত্রে যেটা বড় সমস্যা তারকা ক্রিকেটাররা বিপিএলে পুরো সময়জুড়ে খেলেন না। অন্য লিগে খেলার পাশাপাশি বিপিএলে এক-দুটি ম্যাচ খেলেন তারকারা। এতে করে গত কয়েক বছর ধরে বিপিএলের বিদেশি ক্রিকেটারদের নিয়ে আলোচনা কম। খেপ খেলতে আসা বিদেশিদের কাছ থেকে বেশির ভাগ ক্ষেত্রে ভালো পারফরম্যান্স পাওয়া যায় না। এ কারণে ফ্র্যাঞ্চাইজিগুলো ছোট দেশের বড় তারকাদের পুরো মৌসুমের জন্য দলে নিয়েছেন। বাংলাদেশের কন্ডিশনে মানিয়ে নিতে পারলে তারাই হতে পারেন ম্যাচ জয়ের কারিগর।