ইংল্যান্ড ও ওয়েলসে ছেলেশিশুদের নাম রাখার ক্ষেত্রে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে ‘মুহাম্মদ’ নামটি। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিসের বা ওএনএসের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, এ দুটি রাজ্যে বাবা-মায়েরা তাদের ছেলে সন্তানের নাম ‘মুহাম্মদ’ রাখছেন।
এর আগে রাজ্য দুটিতে জনপ্রিয় নাম ছিল ‘নুহ’। কিন্তু গত বছর প্রথমবারের মতো ‘নুহ’কে পেছনে ফেলে সবার ওপরে চলে এসেছে ‘মুহাম্মদ’ নামটি।
২০২৩ সালে ৪ হাজার ৬৬১ শিশুর নাম রাখা হয়েছিল ‘মুহাম্মদ’। ২০২২ সালে সংখ্যাটি ছিল ‘৪ হাজার ১৭৭’।
২০২২ সালে ‘মুহাম্মদ’ ইংল্যান্ড-ওয়েলসের দ্বিতীয় জনপ্রিয় নাম ছিল। এর এক বছর পরই এটি তালিকার প্রথম স্থানে জায়গা করে নিয়েছে। রাজ্যগুলোতে তৃতীয় জনপ্রিয় নাম হলো ‘ওলিভার’।