ইংল্যান্ড সফরে গিয়ে তিন টেস্টের সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ২১ আগস্ট শুরু হবে সিরিজ। ওই সফরে লঙ্কানদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন ইয়ান বেল। ১৬ আগস্ট থেকে তার কাজে যোগ দেওয়ার কথা।
লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আসলে ডি সিলভা বলেন, ‘বেল এমন একজন যে স্থানীয় ক্রিকেট ও কন্ডিশন সম্পর্কে অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারবে। ইংল্যান্ডের হয়ে তার দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে। গুরুত্বপূর্ণ এই সিরিজে তার কাজ দলকে সহায়তা করবে আশা করছি।’
ইয়ান বেল ইংল্যান্ডের সাবেক অভিজ্ঞ ক্রিকেটার। তিনি দেশের হয়ে ১১৮ টেস্ট খেলেছেন। ৫০ এর ওপরে গড় রেখে ৭৭০০ রান করেছেন। তার দায়িত্ব থাকবে কন্ডিশন ও ইংল্যান্ডের বোলিং আক্রমণ বুঝে শ্রীলঙ্কার ব্যাটিং স্টাইল ঠিক করা।
ক্রিকেটার হিসেবে অভিজ্ঞ হলেও বেল কোচিংয়ে বেশিদিন আসেননি। তিনি ডার্বিশায়ার ও ওয়ার্কাশায়ারের কোচিং প্যানেলে ছিলেন। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কোচিং প্যানেলে ছিলেন। এছাড়া গত বছর ভারতে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের ব্যাটিং পরামর্শক ছিলেন তিনি।