সম্প্রতি ক্রিমিয়াকে যুক্ত করা একমাত্র সেতুতে বিস্ফোরণের ঘটনায় ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। তবে আপাতত ইউক্রেনে বড় হামলার প্রয়োজন নেই বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইউক্রেনে এখন আর বড় ক্ষেপণাস্ত্রের হামলা করবে না রাশিয়া।
পুতিন জানিয়েছেন, ইউক্রেনের ২৯টি জায়গায় হামলার পরিকল্পনা ছিল। তার মধ্যে ২২টি লক্ষ্যবস্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। ইউক্রেনকে পুরোপুরি ধ্বংস করতে চায় না রাশিয়া।
রুম প্রেসিডেন্ট জানান, পশ্চিম ঘনিষ্ঠ এই দেশকে ধ্বংস করা তার উদ্দেশ্য নয়। তাই আপাতত ক্ষেপণাস্ত্র হামলা করা হবে না।
পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে। এই এলাকার বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো মস্কোর সমর্থনে রয়েছে। আন্তর্জাতিক সংগঠনগুলো জানিয়েছে, তারা রাশিয়ার আগ্রাসন মানে না। ইউক্রেনের হাত থেকে ছিনিয়ে নেওয়া এলাকাগুলো যদি রাশিয়া নিজেদের মানচিত্রে ঢোকাতে চায় তাহলে তা মানবে না জি-৭, ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু এরপরও রাশিয়াকে প্রতিহত করা সম্ভব হচ্ছে না।
প্রায় আট মাস ধরে ইউক্রেনে যুদ্ধে সম্প্রতি পিছু হটতে বাধ্য হয়েছে রুশ সেনারা। পুতিন প্রশাসনের কাছে এটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সোমবারই নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট।
ইউক্রেন জানিয়েছে, গত ১০ দিনে ৮৪টি মিসাইল হামলা চালিয়েছে পুতিন বাহিনী। তছনছ হয়ে গেছে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বহু শহর।
সূত্র: রয়টার্স
