ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকা ডনবাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশেষ সামরিক অভিযান শুরুর পরে প্রতি ব্যারেল তেলের দাম পৌঁছালো ১০০ ডলারে। এ দাম সাত বছরের মধ্যে সর্বোচ্চ। আজ বৃহস্পতিবার সকালে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের সামরিক অভিযান শুরুর আগে থেকেই ইউক্রেনকে তিনদিক থেকে ঘিরে ফেলে রাশিয়া। এরপর ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন হিসেবে ঘোষণা করে। এবার ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন পুতিন। কিন্তু তার এ নির্দেশ দেওয়ার আগে থেকে তেলের দাম বাড়তে শুরু করে।
সৌদি আরবের পর রাশিয়া দ্বিতীয় বৃহত্তম তেল রফতানিকারক দেশ। বিশ্বের সবচেয়ে বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রফতানিকারকও রাশিয়া।
ইউক্রেনে পুতিনের বিতর্কিত কর্মকাণ্ডের জের ধরে রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের মিত্ররা। রাশিয়ার ১২০০ কিলোমিটার দীর্ঘ গ্যাস পাইপ লাইন নর্ড স্ট্রিম টু পরিচালনা করতে যে লাইসেন্স প্রয়োজন তা আটকে দিয়েছে জার্মানি।
পিএসএন/এমঅাই