ইতালির দক্ষিণাঞ্চলে গ্যাস বিস্ফোরণে একটি আবাসিক ভবন ধসে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে।
নেপলসের কাছের সাভিয়ানো শহরে তাদের দোতলা বাড়িটি বিস্ফোরণে আংশিক ধসে পড়ে। এতে দুই শিশু এবং তাদের মা ও দাদী নিহত হন বলে জানিয়েছে বিবিস।ইতালির দমকল কর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এক বাবা ও নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে।নেপলসের হাসপাতালে চিকিৎসাধীন থাকা এই বাবার অবস্থা গুরুতর। তবে শিশুটির আঘাত প্রাণঘাতী নয়, বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ইতালির ফায়ার সার্ভিস ‘ভিজিলি দেল ফুকো’ জানায়, ওই বাড়ির এক তলায় বাবা-মা ও তিন সন্তান থাকতেন।এক বিবৃতিতে ‘দ্য ভিজিলি দেল ফুকো’ বলেছে, “দমকল কর্মীরা বাবা ও নবজাতককে জীবিত উদ্ধার করতে পারলেও তারা বাকি দুই শিশুকে জীবিত উদ্ধার করতে পারেনি।”ভিগিলি দেল ফুকো জানায়, স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে।দমকল বাহিনীর মুখপাত্র লুকা ক্যারি সাংবাদিকদের বলেন, তল্লাশি চালানোর সময় উদ্ধারকর্মীদের ‘খুব সতর্ক থাকতে হয়েছে, কারণ সদ্য ধসে পড়া বাড়িতে আরও ধসের ভয় থাকায় চলাফেরা করতে হয়েছে ধীরগতিতে।”
ভবনটি ধসের সঠিক কারণ নিয়ে তদন্ত চলছে। তবে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে গ্যাস বিস্ফোরণে বাড়িটি ধসে পড়েছে।বিবিসি জানিয়েছে, ৬০ জনেরও বেশি বেসামরিক সুরক্ষা স্বেচ্ছাসেবক উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত ভবনটির ধ্বংসস্তূপের ভেতর রাতভর উদ্ধারকারী দল কাজ করছে।