ইনস্টাগ্রামে ভুরি ভুরি তারকার সক্রিয় উপস্থিতির মধ্যেও ব্যতিক্রম ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, বরং সামাজিক নানা কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রাখছিলেন এই হলিউড তারকা।
কিন্তু এবার তিনি এলেন ইনস্টাগ্রামে; কেন এলেন, তার উত্তরে তিনি বললেন, বিশ্বজুড়ে মৌলিক মানবাধিকার রক্ষায় যারা লড়াই করছেন, তাদের গল্প ও কথাগুলো শোনানোর জন্যই তার এই সোশাল মিডিয়ায় আসা।
জাতিসংঘ শরণার্থী সংস্থার বিশেষ দূত জোলি শনিবার ইনস্টাগ্রামে আসার পরই এক আফগান কিশোরীর একটি চিঠি শেয়ার দিয়েছেন।
তালেবানের দখলে যাওয়া আফগানিস্তানের ওই কিশোরী তার আতঙ্ক আর অসহায়ত্বের কথা লিখেছেন ওই চিঠিতে।
“২০ বছর বাদে আবার আমরা অধিকারহীন হলাম, আমাদের জীবনটা এখন অন্ধকার।”
চিঠিটি শেয়ার করে জোলি লিখেছেন, “আজ আফগানিস্তানে সোশাল মিডিয়ায়ও নিজেদের প্রকাশ করতে পারছে না।”
২০১১ সালে নিজের আফগানিস্তান সফরের একটি ছবিও পোস্ট করেছেন অস্কারজয়ী অভিনেত্রী।
তিনি লিখেছেন, “নাইন-ইলেভেন হামলার দুই সপতাহ আগেই আফগানিস্তান সীমান্তে ছিলাম আমি। দেখা পেয়েছিলাম তালেবানের ভয়ে পালিয়ে আসা আফগান শরণার্থীদের। ২০ বছর পর আফগানদের আবার সেই পরিস্থিতিতে দেখা ভীষণ বেদনার।”