ইরানের দিক থেকে প্রাণনাশের ‘বাস্তবিক ও সুনির্দিষ্ট’ হুমকি রয়েছে- এ ব্যাপাারে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিলেন গোয়েন্দারা। ট্রাম্পের প্রচারশিবির মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছে। ফলে ইরানের কাছ থেকে ট্রাম্পের প্রাণনাশের হুমকি আছে বলে তাকে অবহিত করেছিলেন গোয়েন্দারা।তবে যে হুমকির কথা বলা হচ্ছে, সেটি নতুন নাকি আগে যে হুমকি সামনে এসেছিল সেটিই- এ বিষয়টি তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
ইরান সরকার তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে তেহরান এর আগে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে।ট্রাম্প বুধবার স্যোশাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, “ইরানের কাছ থেকে আমার জীবনের জন্য বড় ধরনের হুমকি আছে। তারা এরই মধ্যে সে চেষ্টা করেছেও। তবে তা সফল হয়নি। কিন্তু তারা আবারও চেষ্টা করবে।”হামলাকারী তাকে হত্যার ইচ্ছা নিয়েই হামলা চালিয়েছিল বলে ট্রাম্প উল্লেখ করেন। তাকে দুইবার হত্যা করার চেষ্টা চলেছে।
প্রথমবার: পেনিসিলিভেইনিয়া রাজ্যে নির্বাচনি প্রচার চলাকালে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর আরেক ঘটনায় ট্রাম্পকে হত্যা চেষ্টায় এক ব্যক্তি গলফ কোর্সে ওঁৎ পেতে ছিল বলে গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন।ট্রাম্পের প্রচারশিবিরের যোগাযোগ পরিচালক স্টিভেন শেং এক বিবৃতিতে বলেছেন, “গত কয়েকমাস ধরে এসব ক্রমাগত ও সমন্বিত হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে লক্ষ্য করেছেন গোয়েন্দা কর্মকর্তারা।“আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বিভাগে কর্মকর্তারা ট্রাম্পকে সুরক্ষিত রাখা এবং নির্বাচনকে কোনওরকম হস্তক্ষেপ মুক্ত রাখতে কাজ করে যাচ্ছেন।”