কিছুদিন আগে ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে প্লাবিত হয় বাংলাদেশের দক্ষিণাঞ্চল। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলা হয় বন্যায় বিপর্যস্ত। খড়কুটোর মতো ভেসে যায় বসতভিটা। এবার একই চিত্র দেশের উত্তরাঞ্চলে। বানভাসি হয়ে পড়েছে সেখানকার মানুষজন।
বন্যা পরিস্থিতির ভয়াবহ চিত্র দেখে বেদনার্ত বিনোদন অঙ্গনে তারকারা। অভিনেত্রী অপু বিশ্বাসও উদ্বিগ্ন। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুকে বন্যা কবলিত অঞ্চলের ছবি দিয়ে অপু লিখেছেন, উত্তরাঞ্চলের চার জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরের ২৫ হাজারের বেশি পরিবার পানিবন্দি।আসুন,আমরা ফেনী, নোয়াখালী,কুমিল্লার মতো পানিবন্দি এই মানুষ গুলোর পাশেও দাঁড়াই।
ছাত্রদের ভালোবাসা জানালেন অপু বিশ্বাস
এর আগে দক্ষিণাঞ্চলের বন্যা নিয়েও চিন্তিত ছিলেন অপু। সেসময় বন্যার্তদের জন্য স্রষ্টার করেছিলেন প্রার্থনা। সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘আল্লাহ বন্যার কবল থেকে আমাদের দেশকে রক্ষা করুন।