কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করে যাচ্ছিল। এ আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যা ও ঢাবি প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে ছাত্ররা। এই কর্মসূচিতেও হামলা হয়েছে। এই উদ্ভূত পরিস্থিতির দায় একমাত্র সরকারকেই নিতে হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে ফেসবুক আইডিতে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, শর্তহীনভাবে এক দফা দাবি আদায়, হল-ক্যাম্পাস খোলা, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস, ক্যাম্পাস থেকে সকল বাহিনী প্রত্যাহার, খুনি ও হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, যারা আমাদেরকে ঘিরে ফেলার ষড়যন্ত্র করেছিল এদেশের জনগণ তাদেরকে ঘিরে ফেলেছে। কোনো ষড়যন্ত্রেই আন্দোলন নস্যাৎ করতে দেওয়া হবে না।