জনপ্রিয় গীতিকবি ও অভিনেতা মারজুক রাসেল। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হলেও তার নামে রয়েছে অসংখ্য ভুয়া আইডি। যেগুলো থেকে প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে গুজবসহ নানা বিভ্রান্তিকর খবর। ফলে, প্রায়ই বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে তাকে। বিষয়টির প্রতিকার চেয়ে রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে অভিযোগ করেছেন মারজুক রাসেল।
অভিযোগ করার পর মারজুক রাসেল বলেন, ‘আমার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ফেসবুক আইডি, ফ্যানপেজ গজিয়ে উঠেছে। সেখান থেকে বিভিন্ন ইস্যু ও সরকারবিরোধী বিভিন্ন পোস্টসহ বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এগুলোর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। পেজগুলো যে আমার না- এটা দেশ ও দেশের বাইরে অনেকেই জানেনা। এই বিষয়টি জানানোর জন্য আজ ডিবি কার্যালয়ে এসেছি।’
তিনি আরও বলেন, ‘আমি ২০-২৫ বছর হল মিডিয়ার সঙ্গে আছি। আমার বন্ধু-সহমর্কীরা জানেন আমি কী পোস্ট দিতে পারি আর কী দিতে পারি না। যেগুলো পেজ থেকে উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে যেগুলোর বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ স্যারের সঙ্গে কথা হয়েছে।’
সবশেষে তিনি বলেন, ‘আমার একটি ফেসবুক আইডি ও পেজ আছে। সেটা ভেরিফাইড না। ভেরিফাইড করা চেষ্টা করছি। আশাকরি দ্রুতই সেটা হয়ে যাবে।’
এর আগে একই বিষয়ে মৌখিকভাবে সাইবার ক্রাইম বিভাগে করেছিলেন মারজুক রাসেল। সর্বশেষ গেল বছর ১৮ আগস্ট অভিযোগ করেন তিনি। সেদিনও তিনি বলেন, একাধিক ভুয়া পেজ ও আইডি থেকে অপ্রীতিকর নানা পোস্ট দেওয়া হচ্ছে। এতে সাধারণ ভক্তরা বিভ্রান্ত হচ্ছেন। এসব ভুয়া পেজ কারা চালাচ্ছে জানি না।