নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নিজেদের গঠন করা নির্বাচন কমিশন করেছে। এই ইসির কথা ডিসি-এসপিরাও শোনে না। তাই এই কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না।’
বুধবার (১২ অক্টোবর) চট্টগ্রামের পলোগ্রান্ড মাঠে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
সম্প্রতি জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন। মতবিনিময়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমানের এক বক্তব্যের বিরোধিতা করে হইচই করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা। শুধু তাই নয়, তারা কমিশনারের বক্তব্য শুনতেও অনাগ্রহ দেখায়, যা নিয়ে অনেকটা বিব্রতকর অবস্থায় পড়েছে ইসি।
নির্বাচন কমিশনার আনিছুর রহমান পদ থেকে সরে যেতে পারেন এমন গুঞ্জনও আছে। যদিও প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এটা সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। এটাকে বড় করে দেখার কিছু নেই।

