আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগের ৩৫টি আসনের মধ্যে ২৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ ঘোষণার পর খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ ও আনন্দ মিছিল দেখা গেছে।
তবে বাগেরহাট জেলার তিনটি আসনসহ মোট ৯টি আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। বাগেরহাটের আসন সংখ্যা নিয়ে আদালতে মামলা চলমান থাকায় পূর্বের চার আসন পুনর্বহালের দাবিও রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ঘোষিত প্রার্থীদের তালিকা
ঘোষিত ২৬টি আসনের প্রার্থীরা হলেন—
খুলনা-২: নজরুল ইসলাম মজু
খুলনা-৩: রকিবুল ইসলাম বকুল
খুলনা-৪: আজিজুল বারী হেলাল
খুলনা-৫: মোহাম্মদ আলী আসগর
খুলনা-৬: মনিরুল হাসান বাপ্পী
সাতক্ষীরা-১: মো. হাবিবুল ইসলাম হাবিব
সাতক্ষীরা-২: আব্দুর রউফ
সাতক্ষীরা-৩: কাজী আলাউদ্দীন
সাতক্ষীরা-৪: মো. মনিরুজ্জামান
নড়াইল-১: বিশ্বাস জাহাঙ্গীর আলম
যশোর-১: মো. মফিকুল হাসান তৃপ্তি
যশোর-২: মোছা. সাবিরা সুলতানা
যশোর-৩: অনিন্দ্য ইসলাম অমিত
যশোর-৪: টি. এস. আইয়ুব
যশোর-৬: কাজী রওনকুল ইসলাম
মেহেরপুর-১: মাসুদ আরুন
মেহেরপুর-২: মো. আমজাদ হোসেন
কুষ্টিয়া-১: রেজা আহম্মেদ
কুষ্টিয়া-২: রাগিব রউফ চৌধুরী
কুষ্টিয়া-৩: মো. জাকির হোসেন সরকার
কুষ্টিয়া-৪: সৈয়দ মেহেদী আহমেদ রুমি
চুয়াডাঙ্গা-১: মো. শরীফুজ্জামান
চুয়াডাঙ্গা-২: মাহমুদ হাসান খান
ঝিনাইদহ-৩: মো. মেহেদী হাসান
মাগুরা-১: মো. মনোয়ার হোসেন
মাগুরা-২: নিতাই রায়
অঘোষিত ৯টি আসন
খুলনা-১, বাগেরহাট-১, বাগেরহাট-২, বাগেরহাট-৩, যশোর-৫, নড়াইল-২, ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২ ও ঝিনাইদহ-৪ আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
