আগামী মৌসুমের আইপিএলের জন্য নিলামের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে বৈভব সূর্যবংশী। তার নাম থাকাটা নিঃসন্দেহে চমক জাগানিয়া। কারণ, ভারতের এই বাঁহাতি ব্যাটারের বয়স স্রেফ ১৩ বছর ছাড়িয়েছে গত মার্চে।
বয়স ১৩ বছর ২৩৪ দিন হলেও এই তরুণ প্রতিভা ইতোমধ্যে ভারতের অনূর্ধ্ব-১৯ টেস্ট দলে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন। এটি যুব টেস্ট ক্রিকেটের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এবং সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার বিরল রেকর্ড। আইপিএল কর্তৃপক্ষ শুক্রবার প্রকাশিত চূড়ান্ত নিলামের তালিকায় এই বিস্ময়বালকের নাম নিশ্চিত করেছে। আইপিএলের ইতিহাসে নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় সে।
মাত্র ৫ বছর বয়সে ক্রিকেট শুরু করেছিলেন। এরই মধ্যে খেলে ফেলেছে রঞ্জি ট্রফিতে। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল বৈভব। প্রথম শ্রেণির ক্যারিয়ারে শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি। ৫ ম্যাচে এখন পর্যন্ত মোট রান করেছে ১০০। সর্বোচ্চ রানের ইনিংস ৪১, সেটি এসেছে এই নভেম্বরেই। এছাড়া কোচবিহার ট্রফি এবং বিনু মানকড় ট্রফিতেও অংশগ্রহণ করেছেন তিনি। বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিল বৈভব। এরপর ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে করে ৪০০ রান।
বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধির বার্মা অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরিও আছে বৈভবের। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এক বছরে বৈভব বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করেছে, এমন দাবিও নাকি করেন কেউ কেউ।
বৈভবের বয়স কম হওয়ায় আইপিএলের দলগুলো তাকে ভবিষ্যতের পরিকল্পনায় রেখে কম মূল্যে কিনে দলে অন্তর্ভুক্ত করতে পারে। এই মেগা নিলাম অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ নভেম্বর জেদ্দায়।