ফিলিপিন্সে আঘাত হেনেছে শক্তিশালী সুপার টাইফুন ‘ম্যান-ই’। স্থানীয় ভাবে ঝড়টিকে ‘পেপিতো’ নামে ডাকা হচ্ছে। পূর্বাঞ্চলীয় কাতানদুয়ানেসে দ্বীপ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। এক মাসের মধ্যে এ নিয়ে ষষ্ঠ টাইফুনের কবলে পড়ল দেশটি।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে ঝড়টি ‘জীবনের জন্য হুমকি’ হতে পারে এবং ভারি বৃষ্টিপাত ঘটাতে পারে বলে সতর্ক করা হয়েছে। ঝড় ধেয়ে আসতে থাকার সময়ই শত শত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে ফিলিপিন্সে অন্তত পাঁচটি বড় ও শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এরমধ্যে তিনটি ছিল সুপার টাইফুন। এতে কমপক্ষে ১৬০ জনের মৃত্যু হয়েছে, হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে। ফসল ও গবাদিপশু ধ্বংস হয়েছে। ম্যান-ই ষষ্ঠ বড় ঘূর্ণিঝড়।
বিবিসি’র আবহাওয়ার খবরে বলা হয়েছে, ম্যান-ই বিশাল এলাকা লন্ডভন্ড করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরের এলাকাগুলোতে ভারি বৃষ্টি হতে পারে। শনি এবং রোববারে ১১ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হতে পারে। এতে বন্যা এবং ভুমিধসের ঝুঁকি বাড়বে।২৭০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়ো বাতাস এবং পূর্বের উপকূলীয় এলাকাগুলোতে ১৫ মিটার উঁচু জলোচ্ছাসও হতে পারে।