গত পাঁচ বিশ্বকাপের চারটিতেই ব্রাজিলের বিদায় হয়েছে কোয়ার্টার ফাইনালে। এই মুহূর্তেও বেশ নড়বড়ে সময় কাটছে তাদের। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আছে ৪ নম্বরে। নতুন কোচ দোরিভাল জুনিয়রেও এখনো পুরোপুরি আশ্বস্ত হতে পারেনি সমর্থকরা।
এর মধ্যেই ব্রাজিল কোচ কিনা দিয়েছেন আগামী বিশ্বকাপ ফাইনালে খেলার ঘোষণা!
প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামার আগে দোরিভাল বলেন, ‘আমরা ২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলব। আপনারা আমার এই কথা রেকর্ড করে রাখতে পারেন। আমার কোনো সন্দেহ নেই, আমরা ফাইনালে থাকব।’ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল শিরোপার জন্যই ঝাঁপায় বরাবর, ২০২৬ বিশ্বকাপেও নিশ্চিত সেই লক্ষ্য থাকবে তাদের।
তবে দোরিভাল গতকাল যে ভঙ্গিতে সেই ঘোষণা দিয়েছেন, তাও ব্রাজিলের এমন নড়বড়ে সময়ে তা নিয়ে আলোচনা, সমালোচনা হচ্ছে যথেষ্ট।ইকুয়েডরের বিপক্ষে সর্বশেষ ম্যাচে রোদ্রিগোর একমাত্র গোলে জয় পেলেও খেলায় সমর্থকদের মন ভরাতে পারেননি সেলেসাওরা। বাছাইয়ে আগের তিন ম্যাচ তারা টানা হেরেছে।