বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এফডিসি এখন সরগরম। এরমধ্যে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী নায়ক ইমন এফডিসিতে বহিরাগত দ্বারা লাঞ্ছিত হয়েছেন। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন ইমন। ওই বহিরাগত ব্যক্তি ইমনকে সামনে থেকে ধাক্কা দেন। ঘটনার সময় সামনেই ছিলেন মিশা সওদাগর। তিনি এ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে ক্ষমা চাইতে বলেন মিশা। কিন্তু ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে অনাগ্রহ প্রকাশ করেন।
ইমন বলেন, ‘আমি মিশা ভাইয়ের সাথে কুশল বিনিময় করতে গেলে ওই ব্যক্তি আমাকে বাধা দেন। আমি তাকে বলি, মিশা ভাই আমার চেয়ে বেশি আপন তোমার? তুমি কে? তখন সে বলতেছে, ‘সরেন, সরেন।’ মিশা ভাই তাকে বলছে, ‘তুমি সরি বল। ইমন তোমার সিনিয়র।’ সে তখন সরি বলে নাই। সে তখনও তর্ক করতেছে। এই ছেলেকে আমি ঠিকমতো চিনি না। সে বহিরাগত। এর আগে শাকিব ভাইয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটাইছিল, যেটা খুবই নিন্দনীয়।’তবে এ লাঞ্চনার শিকার হওয়ার জন্য মিশা সওদাগরকে দায়ী করতে চান না ইমন। তিনি আরও বলেন, ‘এই ছেলেটা সবসময় উনাদের সঙ্গেই ঘোরে। উনাদের সাথে থাকে। জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে। আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম, একটা অভিযোগ আমরা করেছি। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন।
ইমন বলেন, ‘গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আমি শিল্পী সমিতির অফিস সংলগ্ন রাস্তায় নির্বাচনী প্রচারণা করছিলাম। সাথে ছিলেন নিপুণ, রিয়াজ ও হিরো আলমসহ অনেকেই। দূরে মিশা সওদাগর ভাইকে দেখে তার সঙ্গে আমি কুশল বিনিময় করতে যাই। তখন আমাকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত করেন ওই বহিরাগত।
পি এস/এন আই