হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি সফরের সময় এই ঘোষণা দেন তিনি।
সিনওয়ারের নাম উচ্চারণ না করে নেতানিয়াহু বলেন, “আমরা নিজেদেরকে, নিজেদের দেশকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। যারা আমাদের ধ্বংস চায়, তাদেরকে আমরা নিশ্চিহ্ন করে দেবো। রক্ষণাত্মক বা আক্রমণাত্মক, যে কোনো ভাবে শত্রুকে আমাদের মোকাবিলা করতে হবে।”
প্রসঙ্গত, হামাস রাজনৈতিক মতাদর্শগত দিক থেকে ইসরায়েলকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার পক্ষে। দীর্ঘদিন ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী এই সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীটির শীর্ষ নেতা ছিলেন ইসমাইল হানিয়া। গত ৩১ জুলাই তেহরানে এক বোমা হামলায় নিহত হন তিনি।
হানিয়ার নিহতের দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে তার হত্যার সঙ্গে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত, সে সম্পর্কে নিশ্চিত প্রায় সবাই।
গাজার শীর্ষ পর্যায়ের নেতাদের একাংশ কাতারে, একাংশ লেবাননে এবং বাকিরা গাজায় অবস্থান করছেন। ইয়াহিয়া সিনওয়ার হামাসের গাজা শাখার প্রধান ছিলেন। গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে যে হামলা চালানো হয়েছিল, তার মূল পরিকল্পনাকারীও ছিলেন সিনওয়ার। হানিয়া নিহত হওয়ার পর সিনওয়ারকে নতুন শীর্ষ নেতা হিসেবে বেছে নিয়েছে হামাস।
তবে সিনওয়ারের এই পদোন্নতি গাজায় চলমান যুদ্ধবিরতি সংলাপকে আরও সংকটের মধ্যে ফেলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ।