খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী খুলনা প্রেসক্লাবের ২টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ২৩ অক্টোবর, শনিবার খুলনায় আসছেন।
তিনি শনিবার দুপুর ১২.৩০টায় প্রধান অতিথি হিসেবে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনের পূর্ব পার্শের প্রবেশদ্বারের উন্মোচন করবেন।
এছাড়াও তিনি বিকাল ৪.৩০ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে খুলনা প্রেসক্লাব আয়োজিত এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা এবং আরাফাত গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান এস এম আরিফুর রহমান মিঠু।
উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন।