চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর লড়াইয়ে কঠিন প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের। পরের রাউন্ডে যেতে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লড়তে হচ্ছে লস ব্লাঙ্কোসদের। প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে অবশ্য অ্যাতলেতিকোকে হারিয়ে দিয়েছে রিয়াল। তবে জয়ের দেখা পেলেও সমালোচনা কিলিয়ান এমবাপেকে নিয়ে।
রিয়ালের হয়ে নিজের প্রথম মৌসুমে এমবাপে দারুণ ছন্দে আছেন। শুরুতে কিছুটা কঠিন সময় পার করলেও নিজের ছন্দ ঠিকই খুঁজে পেয়েছেন বিশ্বকাপজয়ী এ তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত রিয়ালের জার্সিতে ২৮ গোল করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে প্লে অফে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও তিনি করেছেন চার গোল।
তবে এমবাপে রিয়ালের হয়ে সবশেষ তিন ম্যাচে জালের দেখা পাননি। আতলেতিকো, রেয়াল বেতিস ও জিরোনার বিপক্ষে গোল করতে পারেননি তিনি। সমালোচনা বেশি হচ্ছে অ্যাতলেতিকো ম্যাচ নিয়েই। সেই ম্যাচে এমবাপে ছিলেন নিজের ছায়া হয়ে।
তবে এমবাপেকে নিয়ে এতো বেশি সমালোচনা করা ঠিক হচ্ছে না বলেই মনে করেন রিয়ালের প্রধান কোচ আনচেলত্তি। লা লিগায় রোববার রায়ো ভাইয়েকানোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এর আগে সংবাদ সম্মেলনে এমবাপেকে নিয়ে সমালোচনা প্রসঙ্গে আনচেলত্তি বলেন, “খুব বাজে? না।”
এমবাপে গোল না করলেও তাঁকে নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে আনচেলত্তি বলেন, “আমরা যা দেখতে পাচ্ছি তা হলো, সিটির বিপক্ষে সে যেমনটা খেলেছে, আতলেতিকোর বিপক্ষে তেমনটা পারেনি। সিটির বিপক্ষে সে তিন গোল করেছে (ফিরতি লেগে), আর আতলেতিকোর বিপক্ষে সে গোল করেনি। এমনিতে সে খুব ভালো খেলছে। তাকে নিয়ে আমরা খুব খুশি।”
সেরা খেলোয়াড়দের এমন কঠিন সময় যায় জানিয়ে রিয়ালের কোচ আরও বলেন, “সে সবসময় তার সেরাটা দিতে পারবে না। আতলেতিকোর বিপক্ষে সে (সেরা ছন্দে) ছিল না, কিন্তু এত কঠিন মৌসুমে মানসম্পন্ন খেলোয়াড়দের ক্ষেত্রে এটা স্বাভাবিক। মানসম্পন্ন খেলোয়াড়দের উত্থান-পতন থাকে। এটা জিনগত ব্যাপার।