শুক্রবার শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্ট। গোলাপি বলে দিবা-রাত্রির এই টেস্টে ফিরছেন ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। পরিবারের পাশে থাকতে প্রথম টেস্টে খেলেননি তিনি।
ওদিকে ইনজুরির কারণে খেলতে পারেননি শুভমন গিলও। তিনি ফিরছেন দ্বিতীয় টেস্টে। তারা দু’জন না থাকায় প্রথম টেস্টে ওপেনিং করেছিলেন কেএল রাহুল। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে রোহিত-গিল ফিরলে রাহুল খেলবেন কোথায়? এমন প্রশ্ন ছিল।
ওই প্রশ্নের উত্তর দিয়েছেন অধিনায়ক রোহিত। জানিয়েছেন, ওপেনিংয়ে সাফল্য পাওয়া জশস্বী জয়সোয়াল ও কেএল রাহুলের জুটিকে বিরক্ত করবেন না তিনি। ব্যাটিং করবেন মিডল অর্ডারের কোন এক জায়গায়। সেই জায়গা কোনটা ঠিক হয়নি এখনো।
দ্বিতীয় টেস্টে তিনে ব্যাটিং করেছিলেন দেবদূত পাডিক্কাল। রোহিত ফেরায় তার একাদশে জায়গা হচ্ছে না। ছয়ে ব্যাট করা ধ্রুব জুরেলও একাদশে জায়গা হারাতে যাচ্ছেন। যার অর্থ রোহিত ও গিলের জন্য ৩ ও ছয় ৬ ব্যাটিং অর্ডার ফাঁকা হচ্ছে। এর মধ্যে গিলের জন্য ৩ নম্বর ব্যাটিং অর্ডার ছেড়ে দিতে পারেন রোহিত। ওই জায়গায় বেশ পরীক্ষিত গিল।
সেক্ষেত্রে ৬ নম্বরে ব্যাট করতে হতে পারে রোহিতকে। তবে ভারতের সংবাদ মাধ্যম দাবি করেছে, অধিনায়ক রোহিত শর্মা ৫ নম্বরে ব্যাটিং করবেন। ৬ নম্বরে খেলানো হবে ঋষভ পান্তকে। গোলাপি বলে বোলাররা ভালো করেন। যে কারণে সাতে বিশেষজ্ঞ বোলার খেলানো হতে পারে। অলরাউন্ডার নিতিশ রেড্ডি একাদশে থাকলে তিনিই পেরে পারেন ওই পজিশনে খেলার।