সাকিবুর রহমান
শিববাড়িতে অবরোধ
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রভাব পড়েছে খুলনাতেও।
স্বাভাবিকের তুলনায় কমেছে যানবাহনের পরিমাণ। ছাড়ছে না দূরপাল্লার কোনো পরিবহন। এছাড়া বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট।
এখনো পর্যন্ত নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর নাগাদ জিরোপয়েন্ট এরিয়াতেও অবরোধ করা হতে পারে।
শাটডাউনে যান চলাচল স্বাভাবিক না হওয়ার কারণে অনেকে বিকল্প পথ ব্যবহার করছেন। এছাড়া এখনো পর্যন্ত কোনো সংঘর্ষের খবর মেলেনি খুলনাতে। তবে সতর্ক অবস্থানে আছে পুলিশ ও প্রশাসন। শহরে নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সাঁজোয়া যান নিয়ে শহরের মূল কেন্দ্রে অবস্থান করছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে ভোর থেকে খুলনায় ৪ প্লাটুন বিজিবি নামানো হয়েছে। খবরটি নিশ্চিত করে খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন বলেছেন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন।