জমে উঠেছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার প্রথম টেস্ট। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ২০২ রানের লিড নিয়েছে লঙ্কানরা। এখন দেখার বিষয় এই লিড কতদূর নিয়ে যেতে পারে স্বাগতিকরা।
ঘরের মাঠে লঙ্কানদের প্রথম ইনিংস থামে ৩০৫ রানে। জবাবে নিউজিল্যান্ড করে ৩৪০ রান। কিউইরা লিড পায় ৩৫ রানের। শ্রীলঙ্কার পক্ষে প্রবাথ সর্বোচ্চ চার উইকেট নেন। তিনটি পান রমেশ। দুটি নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা।
৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে শুরুতেই নিশাঙ্কাকে (২) হারায় লঙ্কানরা। করুনারত্নে ও চান্দিমাল শক্ত হাতে হাল ধরেন। দুজনের ১৪৭ রানের জুটি শ্রীলঙ্কাকে পথে ফেরায়। করুনারত্নে এদিন ইনিংস সেরা ৮৩ রানে এজাজের শিকার হন। একে একে চান্দিমাল ও কামিন্দু মেন্ডিসকেও হারিয়ে বিপদে পড়েছিল স্বাগতিকরা। ও’রোর্কের শিকার হন দুজন। ১৫০ বলে ৬ চারে ৬১ রান করেন চান্ডিমাল। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান কামিন্দু (১৩) এবার ব্যর্থ।
১৭৮ রানে চার উইকেট হারানোর পর শ্রীলঙ্কা আবার লড়াইয়ে ফেরে। অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ধনঞ্জয়া ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন। দুজনেই ৩৪ রানে অপরাজিত। অবশ্য শেষ বেলায় ম্যাথুজের বিরুদ্ধে এলবিডব্লিউর জোরালো আবেদন তুলে রিভিউ নিয়েছিল নিউজিল্যান্ড। আম্পায়ার্স কলে বেঁচে যান লঙ্কান ব্যাটার। ৪ উইকেটে তাদের স্কোর ২৩৭ রান।