আম্বানির বিয়েতে যখন বলিউড তারকারা কবজি ডুবিয়ে খেয়েছেন। ফুর্তি করেছেন নেচে গেয়ে। তবে সেখানে ছিলেন না অক্ষয়। আগেই জানা গিয়েছিল করোনা আক্রান্তির কারণে জাকজমক এ বিয়েতে যেতে পারছেন না খিলাড়ি। তবে শেষ পর্যন্ত অক্ষয়কে দেখা গেল আম্বানিবাড়ির বিয়েতে।
গতকাল সোমবার অক্ষয়কে দেখা গেছে আম্বানিদের বাড়িতে। অনুষ্ঠানস্থল থেকে বেশকিছু ক্লিপি ভাইরাল হয়েছে সোশ্যালে, সেখানে অক্ষয় আর টুইঙ্কল, দুজনকেই দেখা গেছে। সাদা রঙের পোশাকে টুইনিং করছিলেন বলিউডের এই দম্পতি।
আরও পড়ুন: আমিও মানুষ, কটাক্ষ করলে কষ্ট পাই: অক্ষয় কুমার
বিয়ে বাড়িতে অক্ষয়কে বেশ ফুরফুরে মেজাজে দেখা যাছিল। ছিল না অসুস্থতার ছাপ। এদিকে বিয়েবাড়িতে তাকে দেখে অনেকের প্রশ্ন, তবে কি করোনা নিয়েই বিয়ে খেতে গেলেন অক্ষয়?
সে প্রশ্নেরও এসেছে উত্তর। জানা গেছে, করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে তার। সে কারণেই মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলেকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন এই বলিউড দম্পতি।
আরও পড়ুন: আম্বানিদের বিয়েতে সারা, ক্ষুব্ধ পাকিস্তান!
মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত সিনেমা সরফিরা। এ ছবির প্রচারে নেমেই অসুস্থ হয়ে পড়েন নায়ক। করোনা ভাইরাসের অস্তিত্ব সনাক্ত হয় তার শরীরে। অসুস্থতার কারণে ছবির প্রচারণাও ভালো করে সারতে পারেননি অক্ষয়।