বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী রাহাত আরা বেগম করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন।
করোনামুক্ত হওয়ার পর বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে বিএনপি মহাসচিব এক মোবাইল বার্তায় বিএনপির নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এর আগে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘মহাসচিব ও তার সহধর্মিনী করোনায় আক্রান্ত হয়েছিলেন। বুধবার তারা করোনা টেস্ট করেছেন। আজ ফলাফল নেগেটিভ এসেছে। তারা দুজনেই ভালো আছেন।’
গত ১১ জানুয়ারি মির্জা ফখরুল ও রাহাত আরা বেগমের কোভিড ধরা পড়ে। উত্তরার বাসায় আইসোলেশনে থেকেই তারা চিকিৎসা নেন। স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. রায়হান রাব্বানী তত্ত্বাবধায়নে তাদের চিকিৎসা করানো হয়।
রোগমুক্ত হওয়ার পর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফখরুল বলেন, “করোনায় আক্রান্ত হওয়ার পর আমার এবং আমার স্ত্রীর আশু আরোগ্য কামনায় বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেছেন। আমি তাদের প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করছি।
‘বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময়ে আমার খোঁজ-খবর নিয়েছেন, সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। অনেক নেতৃবৃন্দও খোঁজ-খবর নিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
পিএসএন/এমঅাই