সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে ছয় সদস্যের কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের ফরম্যাট প্রনয়ণসহ প্রয়োজনীয় সুপারিশ জমা দেবে।
সোমবার (২ সেপ্টেম্বর) কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের লক্ষ্যে এরই মধ্যে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধি, অর্থ বিভাগের প্রতিনিধি এবং বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিনিধি। কোনো ক্ষেত্রেই কর্মকর্তার পদমর্যাদা যুগ্মসচিবের নিচে হবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অতিরিক্ত সচিব হবেন সদস্য সচিব।
কমিটি সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের জন্য ফরম্যাট প্রণয়ন করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের ফরম্যাট প্রনয়ণসহ প্রয়োজনীয় সুপারিশ জমা দেবে।